‘স্যার, মানুষের যেমন জার (শীত) লাগে এই নিরীহ বোবা কুত্তাডারও জার লাগে। তয় কইতে পারে না। খালি কুকায়। জার থাইক্যা বাঁচাইতে এইডারে এক টুকরা গরম কাপড় পরাই দিছি। গেছে রাইতে খ্যাতার (কাঁথা) তলে বুকে আগলাইয়া ঘুমাইছি।
বিস্তারিত-https://www.jagonews24.com/national/news/547652